নগরকান্দায় কুমার নদীতে অবৈধ বালু উত্তোলন, ধসের আশঙ্কায় দুই পাড়ের মানুষ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Apr 18, 2025 - 22:17
 0  12
নগরকান্দায় কুমার নদীতে অবৈধ বালু উত্তোলন, ধসের আশঙ্কায় দুই পাড়ের মানুষ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদি বাজারসংলগ্ন কুমার নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর দুই পাড়ে বসবাসরত মানুষ চরম আতঙ্কে রয়েছেন—যেকোনো সময় ধস নেমে বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, হিয়াবলদি বাজারের পাশে একটি মহিলা মাদ্রাসা নির্মাণ কাজের জন্য নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। ড্রেজারটির মালিক মান্দার জানান, "মাদ্রাসার নির্মাণকাজে বালু লাগবে বলে আমরা নদী থেকে কিছু বালু তুলছি। প্রশাসন এসে বন্ধ করে দিলে আমার সমস্যা নেই, মাদ্রাসার লোকজন ক্ষতিপূরণ দেবে।"

এই ড্রেজার মেশিনের প্রভাবে নদীর দুই পাড়ের ফুলসুতি ও কাইচাইল ইউনিয়নের মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে হিয়াবলদি বাজারসংলগ্ন এলাকায় নদী পারাপারে খেয়া নৌকার ওপর নির্ভরশীল জনগণ বলছেন, ভবিষ্যতে এখানে একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রকৌশল দপ্তর কয়েকবার মাপজোকও করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, যেখানে ড্রেজার মেশিনে অবাধে বালু তোলা হচ্ছে, সেখানে সেতু নির্মাণ সম্ভব হবে না।

দক্ষিণ পাড়ের স্থানীয় বাসিন্দা সিরাজ মাতুব্বর বলেন, “যেভাবে ড্রেজার দিয়ে বালু উঠানো হচ্ছে, তাতে নদীর পাড় ভেঙে যে কোনো সময় আমাদের ঘরবাড়ি নদীতে চলে যেতে পারে। আমরা ভয়ে আছি।”

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির জানান, “বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।”

এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে এমন অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা না হয়, সে বিষয়ে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow