নগরকান্দায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ, সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জুলাই) দুপুরে জেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবিরের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদার প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি অফিসার তিলক কুমার ঘোষ।
কৃষি অফিসার তিলক কুমার ঘোষ বলেন, উপজেলার ১১শত প্রান্তিক চাষীদের প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ব্রী ধান ৮৭-৭৫,বিনা ধান -১৭ সহ বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের বীজের সাথে ১০ কেজি ডি,এফ,পি, ১০ কেজি এম,ও,পি সার বিতরণ করা হয়েছে।
What's Your Reaction?