নগরকান্দায়  তিন রাস্তার মোড়ে অবৈধ দোকান ঘর নির্মাণ করায় বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা 

মিজান রহমান, সি:স্টাফ রিপোর্টার
Feb 9, 2024 - 21:18
Feb 9, 2024 - 21:36
 0  51
নগরকান্দায়  তিন রাস্তার মোড়ে অবৈধ দোকান ঘর নির্মাণ করায় বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা 

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার বরইতলা নামক মোড়ে সরকারি জায়গা দখল করে পাকা দোকান ঘর  নির্মাণ করছে মোশারফ নামে এক ব্যাক্তি।

ব্যস্ততম রাস্তার মোড়ে সরকারী জায়গায় দোকান ঘর নির্মাণ করায় যে কোনো মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। 
কারণ এলাকাটি তিন রাস্তার মোড় হওয়ায় বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি দেখতে না পাওয়ায় বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা।

এমনিতেই এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। পাকা স্থাপনা নির্মাণ করায় দুর্ঘটনার হার বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জনস্বার্থে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান।

সাবেক কাউন্সিলর বলেন, এই সম্পত্তি ৩৫ বছর আগে সরকার একোয়ার করে নেয়। 

রাস্তার জায়গা দখল করে দোকান ঘর নির্মাণকারী মোশারফ হোসেন বলেন- পূর্বে আমাদের সম্পত্তি সরকার একোয়ার করে নিলেও এর বাইরে যে জায়গাটুকু আছে আমি সেখানেই ঘর নির্মাণ করছি। তাছাড়া ঘর নির্মাণের জন্য গত ২৯ জানুয়ারী আমি ইউএনও বরাবরে লিখিত আবেদন করেছি কিন্তু প্রশাসন কোন ব্যবস্হা না নেওয়ার আমি দোকান ঘর নির্মাণ করছি। 

অবশ্য এলাকাবাসী দাবি করেন-দোকান ঘর নির্মাণকারী মোশারফ হোসেন জায়গা জমির বিষয়ে একজন চতুর লোক। সরকারী অনেক জায়গা কৌশলে তার নামে বিএস রেকর্ড করে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow