নগরকান্দায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ফরিদপুরের নগরকান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের উপস্থিতিতে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় নগরকান্দা উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন দপ্তর,নগরকান্দা প্রেসক্লাব ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
পরে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমারের সঞ্চালনায় ও নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার ,সহকারী কমিশনার( ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টার, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, এসআই আক্কাস আলী সহ এলাকার বিশিষ্ট জনেরা।
What's Your Reaction?