নগরকান্দায় ফ্রেন্ডস ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান
ফরিদপুরের নগরকান্দার কয়েকজন উদ্যেমী তরুন সামাজিক দায়িত্ববোধ থেকে গড়ে তুলেছেন ফ্রেন্ডস ব্লাড ডোনার্স ক্লাব। গত ৯ মার্চ থেকে যাত্রা শুরু করেই মাত্র ৩ মাসে ৮১ জন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে সহায়তা প্রদান করেছেন।
ফ্রেন্ডস ব্লাড ডোনার্সের সদস্যরা শুধু রক্তদানের মধ্যে নিজেদের সীমাবদ্ধতা না রেখে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তারই ধারাবাহিকতায় সামাজিক কাজের অংশ হিসেবে সংগঠনটি বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছে। বিভিন্ন স্কুলে, রাস্তার পাশে ও সরকারি অফিস সংলগ্ন বিভিন্ন স্থানে তারা ৫ শতাধিক বৃক্ষ রোপণ করবে।
শুক্রবার বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা হেলিপোর্ট সংলগ্ন স্থানে বিভিন্ন প্রজাতির ১৫ টি বৃক্ষ রোপণ করে। পর্যায় ক্রমে তারা বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করবে।
আর্তমানবতার সেবার মূল ব্রত নিয়ে নুরুজ্জামান রনি, মোঃ হাসান ও সুমন সহ কয়েক জন বন্ধু মিলে নগরকান্দা ফ্রেন্ডস ব্লাড ডোনার্স ক্লাব-গড়ে তুলেছেন।
What's Your Reaction?