নগরকান্দায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ ও নদীনালা। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। গরমে পশু-পাখি, গাছ পালা, পানির মাছও হা হুতাশ করছে। এ অবস্থায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সোমবার (২৯এপ্রিল) সকাল ৯ টার সময় স্থানীয় মুসলিম ও কৃষকদের আয়োজনে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর স্কুল মাঠে এই নামাজ আদায় করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন। তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের আশায় বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কাশেমনগর মাদ্রাসার প্রিন্সিপাল ইসকেন্দার কাসেমী।
এ সময় উপস্থিত ছিলেন রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুজ্জামান চৌধুরি, রামনগর রহিম ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর মুন্সি, মুফতি গিয়াসউদ্দিন, স্থানীয় ও আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আমরা বয়োবৃদ্ধ, হাজী, কৃষক, শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রখর রোদে এই নামাজে অংশগ্রহণ করেছি। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বেশি বেশি ইসতেগফার পাঠ ও দোয়া করুন।
What's Your Reaction?