নগরকান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
Feb 21, 2024 - 16:41
Feb 21, 2024 - 17:28
 0  28
নগরকান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নগরকান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ফরিদপুর-২ আসনের মাননীয় সাংসদ শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।

দিবসটি উপলক্ষে বই মেলা, আলোচনা সভা, প্রভাত ফেরী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় নগরকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন-সাংসদ শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, নগরকান্দা থানা,নগরকান্দা  পৌরসভা, নগরকান্দা প্রেসক্লাব,বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। 
পরে সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, ওসি মোঃ আমিনুর রহমান প্রমূখ।
 
আলোচনা সভা শেষে সাংসদ শাহদাব আকবর চৌধুরী লাবু বই মেলায় যান এবং বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি বই ক্রয় করেন। সব শেষে সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow