নগরকান্দায় মানুষের কঙ্কাল উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামের নব নির্মিত ভবনের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।
বুধবার (২৯ মে বুধবার) বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের হাড়গোড় উদ্বার করে। লাশের হাড়গোড় ও পরনের গেঞ্জি ও কোয়াটার প্যান্ট পুলিশ উদ্ধার করে।
উদ্ধার কালে পুলিশের সাথে ছিল সিআইডি ক্রাইম সিন এর সদস্যরা।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, খবর পেয়ে সিআইডি ক্রাইম সিন এর সদস্য নিয়ে ঘটনা স্থলে যাই। সেখানে গিয়ে লাশের হাড়গোড় সনাক্ত করা হয়। লাশের আলামত ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
What's Your Reaction?