নগরকান্দায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

সি:স্টাফ রিপোর্টার
Mar 13, 2024 - 21:09
 0  141
নগরকান্দায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধিনে কাইচাইল ইউপি এইচ কিউ -২ প্রকল্পের আওতায় রুগুরদিয়া ভায়া ঝাটুরদিয়া ০০.২২৫০ মিটার রাস্তা সংস্কার কাজ করছেন মেসার্স ইমরান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

৯০ লাখ টাকা প্রাক্কলন ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়ে মামুন ও লাবলু নামের দুই ব্যক্তির কাছে কাজটি বিক্রি করে দেন।

সড়কের কার্পেটিং কাজে দেখা যায় যে, যথাযথ প্রাইম কোড না করেই তড়িঘড়ি করে পিচ ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে  শ্রমিকরা। কাজ দেখভাল করছেন নগরকান্দা  উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার ইব্রাহিম। এসও ইব্রাহিমকে রাস্তার কাজে প্রাইমকোড না দিয়ে পিচ ঢালাই কেনো করা হচ্ছে(?) জানতে চাইলে তিনি বলেন, রাখেনতো কাজ একেবারে খারাপ হচ্ছে কোথায়? তাছাড়া জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে রাস্তার শেষ করা অসম্ভব ব্যপার হয়ে পড়েছে। 

এবিষয়ে নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল খালেক বলেন, রাস্তার কাজে প্রাইমকোড দেয়ার ৪৮ ঘন্টা পর কাজ করলে কাজের মান ভালো হয়। সেখানে এক দুইদিন পর কাজ করলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করায় প্রামকোড উঠে যায়। কেরাসিন ও ভিটুমিন দিয়ে  প্রাইমকোড করা হয়। তবে রাস্তায় প্রাইমকোড না করে কাজ করার বিষয়ে তিনি কৌশলে এড়িয়ে যান। 

রাস্তার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইমরান হোসেন কে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow