নগরকান্দায় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সৃষ্টিতে বিস্ময় শ্লোগানে ফরিদপুরের নগরকান্দায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বেলা ১২ টায় মাইটিভির স্থানীয় প্রতিনিধির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে টেলিভিশনটির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
মাইটিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এ সময় উপজেলা সহকারী কমিশনার সোনিয়া হোসেন জিসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান, বিকাশ চন্দ্র মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?