নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার (ঢাকা-বরিশাল মহাসড়ক) তালমা ও ডাংগী ইউনিয়নের মাঝামাঝি সদরবেড়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।
শনিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকাগামী ট্রাক ও কুষ্টিয়া-ঝিনাইদহ গামী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ।
উক্ত সংঘর্ষে বাস ও ট্রাকের ড্রাইভারসহ একাধিক
যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার পূর্বক স্থানীয় জনতা তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, ও ভাংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ী দুটি উদ্ধারপূর্বক তাদের হেফাজতে নেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?