নগরকান্দায় ২০ মন ওজনের ষাঁড়টি ১ম স্থান অধিকার করেছে

স্টাফ রিপোর্টার
May 27, 2024 - 16:13
 0  43
নগরকান্দায় ২০ মন ওজনের ষাঁড়টি ১ম স্থান অধিকার করেছে

এবারের প্রাণিসম্পদ মেলায় ফরিদপুরে নগরকান্দায় খামারী শফিকুল ইসলামের গরুটি প্রথম স্থান অধিকার করেছে। শফিকুলের বাড়ি উপজেলার লস্করপুর গ্রামে। জানালেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম।

তিনি জানান,বিপুল পরিমাণ ষাঁড় বেড়ে উঠছে নগরকান্দা উপজেলা খামারগুলোতে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে খামারীরা এসব গরু লালন পালন করছে। গরু মোটাতাজা করণে প্রাকৃতিক খাবারে ভরসা খামারিদের। গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক পর্যায়ে খামারীরা। আর তাই প্রাকৃতিক খাবারের দিকেই ঝুঁকছে তারা।  

সরকারের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা অংশগ্রহণ করে  খামারী শফিকুল ইসলাম গত ২ দুই বছর আগে একটি ১ লাখ ৫৩ হাজার টাকা দিয়ে দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় গরু কেনেন।

তিনি গমের ভুসি,ছোলার ভুসি, এংকারের ভুসি, নারিকেল খইল ও নেপিয়ার ঘাস,খায়িয়ে সুঠাম দেহের অধিকারী হিসেবে গরুটি তৈরি করেছেন। তার এই ষাঁড় গরু টি এবছরের  সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন উপজেলা প্রাণিসম্পদ  দপ্তর।
এর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং লম্বায় ৮ ফিটের বেশি। ওজন ২০ মন। দাম হাকাচ্ছেন ৮ লাখ টাকা। গরুটি বাড়ি থেকে বিক্রি করতে চাচ্ছেন খামারী।  

এদিকে খামারীদের গরু মোটা তাজা করণ সহ নানান ধরনের প্রশিক্ষণে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ সাইফুল ইসলাম। এ উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে এ বছর ১৯ হাজার ষাঁড় গরু,যা গত বছরের তুলনায় ৫ হাজার বেশি প্রাণি কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

উপজেলায় এখন পর্যন্ত মোঃ শফিকুল ইসলামের ষাঁড় গরু টি সবচেয়ে বড়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow