নগরকান্দায় ৪৫তম বিজ্ঞান মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার
Jan 30, 2024 - 21:14
 0  19
নগরকান্দায় ৪৫তম বিজ্ঞান মেলা সমাপ্ত

ফরিদপুরের নগরকান্দায় ২ দিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারী মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। 

এর আগে ২৯ জানুয়ারী ৮ম অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এবং ওই দিন রাতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ও এ্যাসটোনমি পাঠশালার সহযোগিতায় টেলিস্কোপের মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীদের চাঁদ দেখানো হয়। 
প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সোনিয়া হোসেন জিসান,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্ত তিলোক কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা  আব্দুল্লা হিল আবরার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।

 মঙ্গলবার বিজ্ঞান মেলার সমাপনীর দিনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ জনের একটি দল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকালে বিজ্ঞান মেলায় অংশ গ্রহনকারী ক্ষুদে বিজ্ঞানী বিজয়ীদের মাঝে ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow