নগরকান্দা উপজেলার পেঁয়াজের আড়তে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযান
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পেঁয়াজের আড়তে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযান করা হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এই অভিযান করা হয়।
ফরিদপুর জেলা বিশেষ টাস্কফোর্স ও জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক কৃষক পর্যায়ে পেঁয়াজের আড়ত, পাইকারি ও খুচরা দোকানে পেঁয়াজের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকিতে নগরকান্দা উপজেলার রসুলপুর পেঁয়াজ আড়তে অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ কর্তৃক রসুলপুর পেঁয়াজ আড়তে ব্যবসায়ী মাসুদ শেখকে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় ৩০০০/-, গৈারঙ্গ মন্ডলকে ১০০০/- এবং হাফিজুল শেখকে ২০০০/- জরিমানা আরোপ করা হয়। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী এবং বেপারীদেরকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তবে আড়তে দেশী পেঁয়াজের সরবরাহ অনেক কম ছিল। কৃষক পর্যায়ে পেঁয়াজ প্রতি কেজি পাইকারি ১২৫/- এবং খুচরা ১৩০/- বিক্রি হচ্ছে। এলসি পেঁয়াজ চকবাজার সহ বিভিন্ন বাজারে আজ খুচরা ১১০/- দরে বিক্রি হচ্ছে।
অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?