নবনির্বাচিত এমপির সাথে সালথা প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
ফরিদপুর-২ আসনের (সালথা-নগরকান্দা) নবনির্বাচিত এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী এর সাথে সালথা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যার পরে সালথা উপজেলার রসুলপুরস্থ তার নিজ বাস ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সহ-সভাপতি মনির মোল্লা, হারুন অর রশিদ, রেজাউল করিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক শাহজাহান, আবু নাছের হুসাইন, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আজিজুর রহমান, সাংবাদিক শ্রাবন হাসান, মোশারফ হুসাইন, লিয়াকত হোসেন, মোশাররফ হোসেন, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, আবুল বাসার প্রমুখ।
এসময় নবনির্বাচিত এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী সালথায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগেও তিনি এই আসনের এমপি ছিলেন। এবার তিনি টানা ২য় বারের মতো এমপি নির্বাচিত হন।
What's Your Reaction?