নবীনগরের শ্যামগ্রামে সড়ক উন্নয়ন থমকে, চরম দুর্ভোগে পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। খোঁড়াখুঁড়ির পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় এ সড়কে চলাচল করা সাধারণ মানুষ ও বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত দুর্ভোগের।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, চলমান এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাদা ও পানির মধ্যে দিয়েই বিদ্যালয়ে পৌঁছাতে হচ্ছে। রাস্তার এক পাশ দিয়ে রিকশা ও সিএনজি চলাচল করলেও অন্য পাশ দিয়ে হেঁটে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন আগে সড়কের উন্নয়নকাজ শুরু হলেও মাঝপথে কাজ বন্ধ করে ঠিকাদার উধাও হয়ে যান। ফলে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. কামরুল ইসলাম জানান, “আজ পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ইজিবাইক থেকে নামতে হয়েছে। এরপর কাদামাটি মাড়িয়ে পায়ে হেঁটে যেতে হয়েছে, যা ছিল অত্যন্ত অনিরাপদ।”
পথচারীরাও জানান, রাস্তার এমন বেহাল দশায় প্রতিদিনই ভোগান্তির মুখে পড়ছেন তারা। সময়মতো কেন্দ্রে পৌঁছানো এখন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মাহাবুব হোসেন বলেন, “রাস্তার কাজটি এখনও সম্পূর্ণ হয়নি। তবে জনস্বার্থে দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, “উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। আগামী সপ্তাহেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারা।”
What's Your Reaction?






