নবীনগরে বাস-ট্রলির সংঘর্ষে যুবক নিহত, আহত ২

কাউছার আহমদ , নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 10, 2025 - 16:30
 0  4
নবীনগরে বাস-ট্রলির সংঘর্ষে যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. অলি মিয়া ও এমদাদুল।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টায় নবীনগর-রাধিকা সড়কের কনিকাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের রতন সরকারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নবীনগর-রাধিকা সড়কে চলন্ত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, "এই দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow