নাজিরপুরে অবৈধ ভাবে সার মজুদ ও বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

আল-আমিন হোসাইন,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
Jan 16, 2025 - 22:38
 0  5
নাজিরপুরে অবৈধ ভাবে সার মজুদ ও বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড

পিরোজপুরের নাজিরপুরে নিবন্ধনবিহীন সার মজুদ ও বিক্রির অভিযোগে মো. আলমগীর হোসেন শেখ (৫৪) ও মো. লোকমান হোসেন (৫৮) নামের দুই ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩০ হাজার টাকা করে তাদের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছেমিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘ দিন ধরে লাইসেন্সবিহীনভাবে সার ব্যবসা পরিচালনাকারী মো. আলমগীর হোসেনের দোকান থেকে ১,৬৩৫ কেজি এবং মো. লোকমান হোসেনের দোকান থেকে ৬০০ কেজি মোট ২,২৩৫ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।

এছাড়া ব্যবসায়ী মো. আলমগীর হোসেন ও মো. লোকমান হোসেনকে নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. আলমগীর হোসেন উপজেলার সাতকাছিমিয়া গ্রামের নবির উদ্দিন শেখ এবং মো. লোকমান হোসেন একই এলাকার আ. জলিলের ছেলে।
অভিযানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ৮ ধারার অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং আলাদা আলাদা মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow