নাজিরপুরে জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেলে নাজিরপুর উপজেলা সদরের অবস্থ আলিয়া মাদ্রাসা চত্বরে এ আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ আলী সিকদার, নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলামিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মাহফুজুর রহমান, সহ-সভাপতি মো. জাহিদুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ, সেক্রেটারি মো. সাকিবুল ইসলাম বাবু, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল হোসেন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলগণ।
বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির মতো অপসংস্কৃতি চলছে। এসব বন্ধ করতে হলে কুরআনের আইন প্রতিষ্ঠা করা জরুরি। কুরআনের শিক্ষার আলোকে সমাজ পরিচালিত হলে কোনো ধরনের বৈষম্য থাকবে না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ও সচিবালয়—সর্বত্র কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
What's Your Reaction?






