নাজিরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ, এম শামীম হাসান এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াহিয়া খান,আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ সফিকুল ইসলাম শাফিক, মোঃ তাওহীদুল ইসলাম,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস,এম রেজাউল করিম,ছাএদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোঃ আবুল কালাম আজাদ লিলন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন,ছাএদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান ফরাজী,
ছাএদলের সাবেক আহবায়ক এস,এম মাজেদুল কবীর রাসেল, ছাএদলের সাবেক সদস্য সচিব মোঃ হাজিফুর রহমান লায়েক, ছাএদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান শরীফ,উপজেলা জাসাস এর সভাপতি তরুণ মিস্ত্রি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসান,মোঃ তাওহীদূল ইসলাম ফরাজী ও উপজেলার ৯ টি ইউনিয়নের আহবায়ক,সদস্য সচিব সহ আহবায়ক কমিটির সদস্য বৃন্দ সহ উপজেলার সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদক।
এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছর সারা বাংলাদেশে সন্ত্রাসী,চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সমুচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো নতুন করে বাস্তবায়নে যে ৩১ দফা দাবি জনগণের কাছে পেশ করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নে যে উদ্যোগ নিয়েছেন, যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে দেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে যে দিকনির্দেশনা দেবেন আমরা তা ঐক্যবদ্ধ হয়ে পালন করার চেষ্টা করব।
What's Your Reaction?