নাজিরপুরে বিএনপি'র আহ্বায়ক কমিটি স্থগিত

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 16, 2025 - 16:30
Apr 16, 2025 - 16:32
 0  35
নাজিরপুরে বিএনপি'র আহ্বায়ক কমিটি স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দেশীয় অস্ত্রের মহড়া এবং অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় নেতিবাচকভাবে প্রচারিত হওয়ায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো. আবু হাসান খাঁনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সেখমাটিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। আজ থেকে উক্ত ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।”

এতে আরও উল্লেখ করা হয়, শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৩৫ সদস্যবিশিষ্ট ৭নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, “৩৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তদন্ত স্বার্থে তা স্থগিত করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow