নাজিরপুরে বৃষ্টি উপেক্ষা করে গণমানববন্ধন

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 18, 2025 - 15:54
 0  16
নাজিরপুরে বৃষ্টি উপেক্ষা করে গণমানববন্ধন

ফেইক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম শাফিক এবং তার ভাই মোজাহিদুল ইসলামের নামে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রকাশের প্রতিবাদে গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে শেখমাটিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশা ও শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাফসির শেখ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম, তাঁতীদলের সভাপতি আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য মো. হাবিবুর রহমান, রঘুনাথপুর আবাসন প্রকল্পের সভাপতি ময়না বেগম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে নানা ফন্দি-ফিকির ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা এবং প্রকাশ্যে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow