নাজিরপুরে ম্যারাথন দৌড়, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 19, 2025 - 17:52
 0  3
নাজিরপুরে ম্যারাথন দৌড়, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের নাজিরপুরে কৈশোর কর্মসূচির উদ্যোগে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড়, উন্নয়ন মেলা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পিকেএসএফ ও 'ডাক দিয়ে যাই' এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল টেকসই দারিদ্র্য বিমোচনের পাশাপাশি কিশোর-কিশোরীদের সুকুমার বৃত্তি ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনে উৎসাহিত করা।

'ডাক দিয়ে যাই' উন্নয়ন সংস্থা নাজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করে। সেই প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে উপজেলা পর্যায়ে আয়োজন করা হয় চূড়ান্ত প্রতিযোগিতা, ম্যারাথন দৌড় ও উন্নয়ন মেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান। সঞ্চালনায় ছিলেন কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার লাবনী পারভীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ‘ডাক দিয়ে যাই’ সংস্থার প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন, সিনিয়র সমন্বয়কারী শিশির কুমার বিশ্বাস ও নাজিরপুর এলাকা ব্যবস্থাপক মো. আবুল কাশেম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আল-আমিন হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), সমাজসেবক মো. কামরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. শাকিল আহমেদ ও সোনিয়া খানম প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনে ম্যারাথন দৌড়, ১০০ মিটার দৌড়, কবিতা আবৃত্তি, নৃত্য এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow