নাজিরপুরে রড চুরি মামলায় বাদী ও সাক্ষীদের নিরাপত্তাহীনতার অভিযোগ

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 9, 2025 - 19:03
 0  6
নাজিরপুরে রড চুরি মামলায় বাদী ও সাক্ষীদের নিরাপত্তাহীনতার অভিযোগ

নাজিরপুর উপজেলার উত্তর বানিয়ারী এলাকায় একটি লোহার ব্রিজের স্লাব ভেঙে রড চুরি হওয়ার ঘটনায় মামলা করায় বাদী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ জানান।

শহীদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, গত ৩ মার্চ রাতে বিএনপি নেতা সরদার শাফায়েত হোসেন শাহীনের নেতৃত্বে ৩০-৪০ জন লোক রড চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে, বিএনপি তাদের তদন্ত করে এবং তিনজনকে দল থেকে বহিষ্কার করে।

তিনি আরও বলেন, ৫ মার্চ নাজিরপুর থানায় মামলা দায়ের করার পর থেকে তার পরিবার এবং মামলার সাক্ষীরা প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। বিশেষত, সরদার শাফায়েত হোসেন শাহীন তার নেতৃত্বে স্থানীয় বাজারে মানববন্ধন করে, পরে তার ভাইকে মারধর করা হয় এবং সাক্ষীদের জীবননাশের হুমকি দেওয়া হয়।

মামলার বাদী শহীদুল ইসলাম এসময় আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow