নান্দাইলে ২১শে ফেব্রুয়ারি উদযাপন  উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Feb 19, 2025 - 20:33
 0  4
নান্দাইলে ২১শে ফেব্রুয়ারি উদযাপন  উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের নান্দাইলে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ইং উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রশাসনিক সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: সারমিন সাত্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলী, সাংবাদিক এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, বিল্লাল হোসেন সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগিতা, বইমেলা, মসজিদে মোনাজাত ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow