নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা ও জমি জব্দের আদেশ

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Mar 10, 2025 - 06:01
 0  4
নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা ও জমি জব্দের আদেশ

প্রতারণা, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ করে আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ৭৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে থাকা ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা ছাড়াও বিপুল পরিমাণ জমি জব্দ করা হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মাসুদুর রহমান আদালতে করা আবেদনে উল্লেখ করেন, অনুসন্ধানকালে নাবিল গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে বেশ কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। যে কোনো সময় এসব হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর বা বিদেশে পাচারের সম্ভাবনা রয়েছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব হিসাব জব্দ করা প্রয়োজন।

একইসঙ্গে, নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ জমিও জব্দের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব ও জমি জব্দের আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow