নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Nov 18, 2024 - 19:39
 0  9
নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

সোমবার বেলা ১১ টার দিকে নাসিরনগর সরকারি কলেজ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম.ফখরুল হাসান ও মাসুদ হোসাইন (মাসুদ রানা), ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক সাজেদুল হক সানি, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ, সাগর সরকার, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল বাতেন শরীফ, তাকিউল ইসলাম,নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম-আহবায়ক নিজাম আলম, শাকিল সিদ্দিক, তন্ময় আহমেদসহ ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান ও মাসুদ হোসাইন (মাসুদ রানা) বলেন, “এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে” এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই এই সফর। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাঙ্খা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন করতে হবে।

পরে কলেজের শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow