নিখোঁজের তিন দিন পর তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মনির হোসেন ওরফে কামরুল (২৫) নামে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামরুল করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি করিমপুর গ্রামের মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সুধারাম থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্রীবাস চন্দ্র দাস জানান, কামরুল বেকার ছিলেন এবং বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে কাটাতেন। তিনি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। তার মরদেহের পাশে ইঁদুর মারা বিষের প্যাকেট পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






