নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি
May 19, 2024 - 22:13
 0  5
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন মো. মিজানুর রহমান মৃধা মিলন নামের এক চেয়ারম্যান প্রার্থী। শারীরিক অসুস্থতাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে এক সংবাদ সম্মেলনে জানান সাবেক এ উপজেলা ভাইস চেয়ারম্যান। 

রবিবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চতুলস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, গত কয়েকদিন যাবত অসুস্থ। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব। তাই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরো বলেন, কয়েকদিন আগে ময়নার কেওয়াগ্রামে গণসংযোগ করাকালীন অসুস্থ হয়ে পড়ি। পরে ডা. কামাল আহমেদের পরামর্শে বেডরেস্টে ছিলাম। এখনও অসুস্থ। 

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অসুস্থ বলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই অন্য কোন প্রার্থীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। 
মিজানুর রহমান মৃধা মিলন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow