নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি ফির‌বেনা : বুলু 

রিপন মজুমদার,নোয়াখালী জেলা প্রতিনিধি
Nov 18, 2024 - 16:25
 0  8
নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি ফির‌বেনা : বুলু 

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। তাই তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দা‌বি জা‌নান। গণতন্ত্র পুনরুদ্ধা‌রে দে‌শের জনগণ‌কে নি‌য়ে বিএন‌পি ১৭ বছর ধ‌রে আন্দোলন করেছে।

রোববার (১৭ নভেম্বর) বিকা‌লে ডেঙ্গু প্রতি‌রো‌ধে গণ‌স‌চেতনতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে আলোচনা সভা ও লিফ‌লেট বিতরণ কর্মসূ‌চি‌তে রাজধানীর তেজগাঁও ম‌ণিপুরীপাড়ায় এয়ার‌পোর্টরোড সুপার মা‌র্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকা‌রের উ‌দ্দে‌শ্যে বুৃৃলু ব‌লেন, দেশের জনগণের ভোট দেয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। এ সময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লী‌গের বিরু‌দ্ধে ছাত্র জনতার আন্দোল‌নে যারা আহত হ‌য়ে‌ছেন তা‌দের সুচিকিৎসায় আরো কার্যকর ভূ‌মিকা নেয়ার আহ্বান জানান।

মির্জা ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় সভাপ‌তি সাইফুল ইসলাম নীরব।

এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে খাদ্য ও পুষ্ঠিবিজ্ঞান বিভা‌গের অধ্যাপক ডা, আব্দুজ জা‌হের, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী ও মির্জা ফাউ‌ন্ডেশ‌নের সি‌নিয়র সহসভাপ‌তি ‌মোহাম্মদ আবেদ আলী।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুর প্রকোপ কমা‌তে মশা নিধন কার্যক্রম আরো জোরদার কর‌তে অন্তর্বর্তী সরকা‌রের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow