নির্মাণ সামগ্রী তৈরি করে স্বাবলম্বী আব্দুল জলিল

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Apr 21, 2025 - 20:48
 0  2
নির্মাণ সামগ্রী তৈরি করে স্বাবলম্বী আব্দুল জলিল

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের মেডিকেল রোডে গড়ে উঠেছে ‘জুলেখা সেনেটারী হাউজ’ নামের একটি নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্ণধার মো. আব্দুল জলিল কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা।

এই প্রতিষ্ঠান থেকে প্রতিদিন তৈরি হচ্ছে পার্কিং টাইলস, ভেন্টিলেটর, পিলার, ‘বন্ধু চুলা’, রিং পাটসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী। এসব পণ্য সুলভ মূল্যে বিক্রি করছেন তিনি পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে। শুধু স্থানীয় নয়, দূরদূরান্ত থেকেও মানুষ এসে তার তৈরি সামগ্রী সংগ্রহ করছেন। এর মাধ্যমে নিজের পরিবারের খরচ চালানোর পাশাপাশি তিনি এলাকার কয়েকজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। ফলে ওই পরিবারগুলোর জীবনযাত্রায় এসেছে স্থিতিশীলতা।

আব্দুল জলিল জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে তার। তার কাজের গুণগত মান দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন এবং উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে আসছেন। নিজ প্রচেষ্টায় আত্মনির্ভরশীল হয়ে ওঠার এ উদাহরণ তরুণদের জন্য অনুকরণীয়।

আমরা যখন অধিকাংশ সময় চাকরির পিছনে ছুটে বেড়াই, তখন আব্দুল জলিল প্রমাণ করে দিয়েছেন—নিজে কিছু করার চেষ্টা করলে সাফল্য অর্জন সম্ভব। স্থানীয়ভাবে তিনি এখন একজন জনপ্রিয় উদ্যোক্তা হিসেবে পরিচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow