নির্যাতনের শিকার ৮ বছরের শিশুর মৃত্যু, হার মানলো সব চিকিৎসা

মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
শিশুটির চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের উচ্চপর্যায়ের পর্ষদ সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। গতকাল বুধবার চারবার এবং আজ বৃহস্পতিবার দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট (হৃৎযন্ত্রের হঠাৎ কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়া) হয় তার। আজ দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ৩০ মিনিট পর হৃদস্পন্দন ফিরে এলেও শেষ পর্যন্ত তৃতীয়বারের ধকল সহ্য করতে পারেনি সে।
শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ মার্চ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। সেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
আইএসপিআর এবং প্রেস উইং থেকেও শিশুটির সুস্থতার জন্য একাধিকবার দোয়ার আহ্বান জানানো হয়। তবে, শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয়। শিশুটির ব্রেন ফাংশন পুরোপুরি অচল হয়ে যায় এবং রক্তচাপও ধীরে ধীরে কমে আসে।
গত ৬ মার্চ মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ তার পরিবারের।
এ ঘটনায় গত শনিবার (৯ মার্চ) শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।
What's Your Reaction?






