নেছারাবাদে ডাকাত-ভূমিদস্যু ও মামলাবাজদের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 17, 2025 - 16:52
 0  4
নেছারাবাদে ডাকাত-ভূমিদস্যু ও মামলাবাজদের বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে ডাকাত, ভূমিদস্যু ও হয়রানিমূলক মামলার আসামিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল) সকালে আটঘর বাজার এলাকায় ঝালকাঠি-স্বরূপকাঠি মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তৃতা করেন আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিরাজুল ইসলাম বেপারী এবং ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আ. ছালাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা আ. রহিম, ফিরোজ ও আলমগীর নামে তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এ সময় বক্তারা আরও বলেন, আটঘর বাজার শুধু ব্যবসার জন্য নয়, এটি নেছারাবাদের একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। এই এলাকার সুনাম ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করতে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা এলাকাবাসীর মধ্যে ভীতি ও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow