নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আল-আমিন হোসাইন,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
Jan 19, 2025 - 21:14
 0  13
নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন নেছারাবাদ থানা পুলিশ। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার 'সোনারগোপ' নামক স্থানে একটি আম গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় এলাকাবাসীরা দেখতে পায়। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। রতন বেপারী হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।

রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী জানান, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সাথে লেনদেন করতো। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সাথে ফোনে কথা হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কেন তিনি গলায় দড়ি দিতে যাবে। 

গ্রাম চৌকিদার দীপেন সরকার বলেন, সকাল ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আম গাছের সাথে রতন বেপারীর ঝুলন্ত লাশ। দেখার সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। 

ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow