নেশার টাকা জোগাড় করতে একটি চোরচক্র নিয়মিত চুরি করছে, আতঙ্কে এলাকাবাসী

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Jan 21, 2025 - 22:09
 0  16
নেশার টাকা জোগাড় করতে একটি চোরচক্র নিয়মিত চুরি করছে, আতঙ্কে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া, ছতরপুর, মহেশপুর, কালাছড়া সহ কয়েকটি গ্রামের মানুষ চোরের আতঙ্কে বসবাস করছে।

টিউবওয়েল, মটর, বিদ্যুতের তার, দা-বটি, গরু-ছাগল, দোকানের মালামাল এমনকি চোরের কাছ থেকে মসজিদের মালামালও রক্ষা পায় না। 

মঙ্গলবার দুপুর দুই টার দিকে একজন চোরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। চোরের কাছ থেকে জানা  যায় আরো কয়েকজন মিলে তারা সম্মিলিত ভাবে একত্রিত হয়ে এ কাজ গুলো করে। আটককৃত ঐ চোর আরো জানায়, নেশার টাকা যোগাড় করতে তারা এ কাজগুলো করে।
 তাদের সাথে আরও কয়েকজন চোর আছে বলেও তারা জানায়। 

এ সময় জনতার হাতে আটক চোর বলেন, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো চুরি করবো না। এ সময় যাদের মালামাল চুরি হয়েছে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় মাওলানা কবির হোসেনসহ এলাকার বিভিন্ন ভুক্তভোগীরা জানান, আমরা চোরের আতঙ্কে বসবাস করছি। আমরা চুরির আতঙ্কে ঠিকমত ঘুমাতে পারিনা, মসজিদে শান্তিমতে নামাজ পড়তে পারিনা। বিষয়টি নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন অত্র এলাকার ভুক্তভোগীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow