নোয়াখালীতে নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 15, 2025 - 15:57
 0  1
নোয়াখালীতে নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মেলার নাগরদোলায় উঠিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। ঘটনার পরপরই পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরস উপলক্ষে আয়োজিত মেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লাকী বেগম (১৯) বেগমগঞ্জ উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর বাসিন্দা মনছুর আলীর মেয়ে। আটক স্বামী মো. শাকিব সদর উপজেলার মান্নান নগর বেদে পল্লীর মঙ্গলের ছেলে।

নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর আগে লাকীর সঙ্গে শাকিবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। গত পরশু স্বামীর সঙ্গে বাবার বাড়িতে আসে লাকী। রোববার (১৩ এপ্রিল) তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে শাকিব লাকীকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলে ও নিজের মোবাইল ফোন ভেঙে মাথায় আঘাত করে।

এরপর সোমবার সন্ধ্যায় শাকিব ও তার পরিবারের সদস্যরা একলাশপুরে ওরসের মেলায় যায়। সেখানে স্বামী-স্ত্রী নাগরদোলায় উঠলে শাকিব হঠাৎ গলায় ছুরি চালায় লাকীর ওপর। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শাকিবকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow