নোয়াখালীর হাতিয়ায় আ.লীগ নেতা গ্রেফতার

রাশেদুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালী
Mar 11, 2025 - 12:40
 0  4
নোয়াখালীর হাতিয়ায় আ.লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

রবিবার (১০ মার্চ) রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের মোতালেব মিয়ার পুল সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আকবর হোসেন (৫০) কে আটক করা হয়। তিনি হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওছখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে।

কোস্ট গার্ডের মিডিয়া বিষয়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow