নোয়াখালীর হাতিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে ভাতিজি অপহরণের অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 28, 2025 - 19:16
 0  5
নোয়াখালীর হাতিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে ভাতিজি অপহরণের অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ভাতিজিকে (১৯) অপহরণের অভিযোগে যুবলীগ নেতা রিপন চন্দ্র দাস (৩৮) পলাতক রয়েছেন। গতকাল রোববার ভুক্তভোগীর বাবা হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনা ঘটে শনিবার, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরলটিয়া গ্রামে।

অভিযুক্ত রিপন চন্দ্র দাস যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও তিন সন্তানের জনক। তিনি একই ইউনিয়নের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে এবং ভুক্তভোগী কলেজ ছাত্রীর দূর সম্পর্কের ভাতিজি হন। স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেছে, রিপন ও নিখোঁজ কলেজ ছাত্রী একে অপরের প্রতিবেশী ছিল এবং ভাতিজির বাবার সাথে তার সুসম্পর্ক ছিল। ভুক্তভোগীর বাবা প্রায় রিপনকে তাদের বাড়িতে নিয়ে আসতেন, যেখানে সে মা-মেয়ের সাথে গল্প করত। তবে, ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, রিপন তাকে কলেজে যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতেন এবং একসময় প্রেমের প্রস্তাব দেন।

ভুক্তভোগী মেয়েটি তার বাবা-মাকে বিষয়টি জানানোর পর, অভিযুক্ত রিপন ও তার পরিবার মেয়ের বাবাকে হুমকি দেয়। অভিযোগ অনুযায়ী, গত শনিবার সকালে মেয়েটি কলেজে প্রাইভেট পড়তে যাওয়ার পথে রিপনসহ তার সাঙ্গপাঙ্গরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “এটি অপহরণের ঘটনা নয়, মেয়ের বাবা ও অভিযুক্ত রিপনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তবে লিখিত অভিযোগ পেয়েছি এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

অভিযুক্ত রিপন চন্দ্র দাসের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow