নৌকার বিরোধিতা করে আওয়ামীলীগে তাদের জায়গা নেই--ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Apr 28, 2024 - 16:17
Apr 28, 2024 - 16:32
 0  8
নৌকার বিরোধিতা করে আওয়ামীলীগে তাদের জায়গা নেই--ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, নির্বাচন আসলেই যারা নৌকার বিরোধিতা করে নৌকার দল আওয়ামীলীগে তাদের জায়গা নেই। এমন বিরোধিতাকারীদের সনাক্ত করে তাদরে সরিয়ে প্রকৃত নিবেদিত তরুণ নেতাকর্মীদের পদায়ন করে দলকে শক্তিশালী করতে হবে। আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে তৃণমূল থেকে ঢেলে সাজাতে হবে। আগামী নির্বাচন হবে ৫ বছর পর। এখনই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে আগামী নির্বাচনে তারা দলকে সহজে জেতাতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজি হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ নেতা শেখ মো মহসিন, জামাল খান, রফিকুল ইসলাম, হানিফ মিয়া, খবির উদ্দিন আহমেদ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow