পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদের ঈদ উপহার বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 5, 2024 - 19:29
 0  11
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত  ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন এবং ফরিদপুর পৌরসভার ৩,৪,৫,৬,৭,৮,৯,১২,১৬,১৮,২৩,২৪,এবং ২৫ নং ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 
এ সমস্ত স্থানে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর- ৩ আসনের  সংসদ সদস্য  একে আজাদ, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন 
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন, ফরিদপুর  জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা নূসরাত রাসূল তানিয়া, সহ সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য  আঞ্জুমান আরা বেগম, ফরিদপুর পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক  মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক  মনিরুজ্জামান মনির, কোতোয়ালী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু,হা-মীম গ্রুপের,
পরিচালক বিল্লাল হোসেন প্রমূখ। এছাড়াও এ সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে ‌ সংসদ সদস্য  একে আজাদ তার বক্তব্য বলেন যে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মধ্যম আয়ের দেশ হিসেবে  বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে   নিজ অর্থায়নে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনে ভূমিকা রাখার চেষ্টা করছি। তিনি ফরিদপুর সদর উপজেলা হতে মাদক  সন্ত্রাস, ও চাঁদাবাজ মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow