পবিত্র ঈদের শুভেচ্ছা জানান মেয়র শহীদুল্লাহ খান সোহেল

রিপন মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি
Apr 9, 2024 - 19:01
 0  10
পবিত্র ঈদের শুভেচ্ছা জানান মেয়র শহীদুল্লাহ খান সোহেল

পবিত্র ঈদ উল ফিতর,র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র মো: শহীদুল্লাহ উল্লাহ সোহেল। তিনি বলেন,দির্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলিমজাতির জন্য শ্রেষ্ঠ উপহার পবিত্র ঈদ-উল ফিতর ঈদ-উল ফিতর বয়ে আনুক সকল মানবের জীবনে আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা। 

ধনী গরীবের বৈষম্য দুর করে এককাতারে মিলিত হোক মুসলিম ভাই ভাই। তবে এই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করবো,আপনি আপনার নিকটাত্মীয় গরীব অসহায় সজ্জনদের প্রতি আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন।  ঈদের আনন্দ একার জন্য নয়, ঈদ সবার জন্য।
পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করুন,যাকাত ফেতরা আদায় করুন। নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন।দেশের উন্নয়নকল্পে আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।

আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। স্বনির্ভর নোয়াখালী ও আমার পৌর বাসিসহ সারা দেশবাসীকে জানাই ঈদ-উল ফিতর,র অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow