পরিবেশ দিবস উপলক্ষে ইবি গ্রীন ভয়েসের বৃক্ষ রোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ জুন) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবীর। এছাড়াও বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ) আহ্বায়ক রাবেয়া খাতুন, সংগঠনটির সাবেক সভাপতি মোখলেছুর রহমান সুইট ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণত সম্পাদক তাজমুল হক জায়িমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণত সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. আরমীন খাতুন বলেন, আমরা অনেক সময় নিজেরা নিজের স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের প্রতি অবিচার করি, পরিবেশ সেই অবিচারের প্রতিশোধ নিচ্ছে আমাদের উপর। যার ফলস্বরূপ আমরা এই নানা প্রাকৃতিক দুর্যোগে পড়ছি। আমরা যত্রতত্র প্লাস্টিক ফেলছি যার ফলে প্রকৃতি নষ্ট হচ্ছে। তাই আমাদের এখন'ই সচেতন হওয়া প্রয়জন। আমরা বর্তমানে পরিবেশ অভিযোজনের জন্য যে ব্যয় করছি তা যদি পরিবেশ সংরক্ষণের জন্য করতাম তাইলে পরিবেশ অনেক সুন্দর হত।
What's Your Reaction?