পরীক্ষার্থীরা হলে, মা-বাবারা বৃষ্টির মধ্যে তাদের অপেক্ষায়

কুবি প্রতিনিধিঃ
Apr 19, 2025 - 12:42
 0  12
পরীক্ষার্থীরা হলে, মা-বাবারা বৃষ্টির মধ্যে তাদের অপেক্ষায়

স্বপ্নপূরণের সিঁড়ি বেয়ে এগিয়ে চলা সন্তানের হাত ধরে এসেছেন বাবা-মা। কেউ ছাতা ধরে রেখেছেন, কেউ আবার ভিজছেন নীরবে—কেবলই সন্তানের জন্য। সন্তান যখন পরীক্ষার হলে, ঠিক তখন কেন্দ্রের বাইরে ছায়ার মতো দাঁড়িয়ে আছেন অভিভাবকেরা।

আজ শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শেষ হওয়া এ পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসেছে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটি আসনের জন্য।

পরীক্ষা চলাকালীন বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়, অনেক অভিভাবক ছাতা ছাড়াই দাঁড়িয়ে আছেন। কেউ পলিথিনে মোড়ানো ফাইলে সন্তানের প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে রাখছেন, কেউ আবার চোখে মুখে উদ্বেগের রেখা নিয়ে প্রার্থনায় মগ্ন।

নোয়াখালী থেকে আগত এক অভিভাবক বলেন, “আমার সন্তানের প্রতি বিশ্বাস আছে। ইনশাআল্লাহ ও সফল হবে। আমরা ওর পাশে আছি, দোয়া করছি প্রতিটি মুহূর্তে।”

শিক্ষার্থীদের ভাষ্য, এই ভর্তি পরীক্ষা শুধু একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নয়; বরং এটি তাদের ১২ বছরের শিক্ষা জীবনের অর্জনের প্রতিফলন। এই অর্জনের অংশীদার হিসেবে বাবা-মা-ই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টিস্নাত দিনে অনুষ্ঠিত এই পরীক্ষা যেন বাবা-মা ও সন্তানের স্বপ্ন যাত্রার আরও এক অধ্যায় হয়ে রইল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow