পরীক্ষার সুষ্ঠু আয়োজনের পাশাপাশি অভিভাবকদের স্বস্তি নিশ্চিত করলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান ফটকের বাইরে বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ অভিভাবকদের মধ্যে প্রশংসিত হয়েছে। তারা জানিয়েছেন, দীর্ঘসময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় বলে সাধারণত তারা কষ্টের মধ্যে থাকেন। তবে এবার প্রশাসনের উদ্যোগের ফলে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকত আলী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, "আমরা পরীক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদেরও সহায়তা করতে চেয়েছি। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।"
ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা থাকলেও অনেকে পরীক্ষাকেন্দ্রের আশেপাশে ছায়াযুক্ত স্থানের অভাব এবং খাবার-পানির পর্যাপ্ততা নিয়ে কিছু অসন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
What's Your Reaction?






