পল্টন ট্রাজেডি উপলক্ষে সালথায় জামায়াতের গণসমাবেশ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Oct 29, 2024 - 20:19
 0  2
পল্টন ট্রাজেডি উপলক্ষে সালথায় জামায়াতের গণসমাবেশ

২৮শে অক্টোবর, ২০০৬ সালে ঐতিহাসিক পল্টন ট্রাজেডির স্মৃতিচারণ উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা শাখার আয়োজনে  উপজেলার সেক্রেটারি মো. আজিজুর রহমানের পরিচালনায় সালথা বাইপাস সড়কের লাভ চত্ত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ফরিদপুর অঞ্চল প্রফেসর মো. আব্দুত তাওয়াব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি আবু হারিচ মোল্যা, বায়তুল মাল সেক্রেটারি মো. ফারুক হোসেন, অফিস সেক্রেটারি অধ্যাপক মিজানুর রহমান, জেলা মজলিসে শুরা সদস্য মো. জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সালথা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো.আকরাম হোসেন মিনাল, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মোঃ মুকুল হুসাইন, যদুন্নদী ইউনিয়নের সভাপতি মো. কবির হোসেন, ভাওয়াল ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আলীমুজ্জামান, আটঘরের সভাপতি মো. তরিকুল ইসলাম, বল্লভদী ইউনিয়েনের আব্দুল হান্নান, সেক্রেটারী হাফেজ মো. ওবায়দুল্লাহ, ও বিশিষ্ট ব্যবসায়ী মিঞা মোঃ লিয়াকত হুসাইন প্রমূখ। এছাড়াও জামায়াতের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।  
গণসমাবেশে উপস্থিত বক্তারা ২০০৬ সালে পল্টনে ঘটে যাওয়া নির্ম ও হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে উক্ত ঘটনায় জড়িতদের মানবতা বিরোধী উল্লেখ করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow