পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়ম-নীতির ধারাবাহিক লঙ্ঘন: আওয়ামীপন্থী কনসালট্যান্টের বহাল রাজত্বের অভিযোগ

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকাঃ
Apr 17, 2025 - 09:21
 0  20
পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়ম-নীতির ধারাবাহিক লঙ্ঘন: আওয়ামীপন্থী কনসালট্যান্টের বহাল রাজত্বের অভিযোগ

সরকার পরিবর্তনের পরও পল্লী সঞ্চয় ব্যাংকে রাজনৈতিক প্রভাবের ছাপ মুছে যায়নি—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এই বিশেষায়িত ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে বারবার একজন আলোচিত কনসালট্যান্টকে পুনঃনিয়োগ দেওয়া হচ্ছে।

২০১৮ সালে কৃষি ব্যাংকের সাবেক এজিএম মো. ইসমাইল মিয়া চুক্তিভিত্তিক কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তাকে তিন দফা পুনঃনিয়োগ দেওয়া হয়েছে—যা বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশনার পরিপন্থী। ব্যাংকিং প্রবিধান নিয়ন্ত্রক বিআরপিডির নিয়ম অনুযায়ী, কোনো পরামর্শককে পুনঃনিয়োগ দেওয়া যাবে না। এমনকি ২০২২ সালের সংশোধিত প্রবিধানমালায় চুক্তিভিত্তিক নিয়োগের ধারা বাতিল করা হয়েছে।

অথচ ইসমাইল মিয়া শুধুমাত্র বহালই নন, চুক্তিভিত্তিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও নিয়মিত বার্ষিক ইনসেনটিভ বোনাস পেয়ে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করলেও, তার ক্ষেত্রে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। অথচ ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

ইসমাইল মিয়া দাবি করেন, তিনি নিজে কোনো আবেদন করেননি; বরং ব্যাংকের বোর্ডই তাকে নিয়োগ দিয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মহলের প্রভাব এবং বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমানের সহযোগিতায় তিনি নিয়মবহির্ভূতভাবে এ সুবিধা ভোগ করে আসছেন।

এছাড়া, আর্থিক কার্যক্রমে তার সম্পৃক্ততা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তার সময়ে ব্যাংকের কিছু লেনদেনে অনিয়ম সংঘটিত হয়েছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হলে নানা অনিয়মের তথ্য উঠে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow