পাঁচ মাস যাবত নিখোঁজ গৃহবধূ নাজমা বেগম ও তার পুত্র
প্রায় পাঁচ মাস যাবত নিখোঁজ গৃহবধূ নাজমা বেগম (৩০) এবং তার পুত্র রহিম শেখ (১১)। ফরিদপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান সাদিপুরের অন্তর্গত কালাম শেখ (৬০)। তিনি সাংবাদিকদের জানান ২২/৭/২০২৪ তারিখে সন্ধ্যা সাতটায় আমার স্ত্রী নাজমা বেগম (৩০)আমার পুত্র সন্তান রাহিম শেখকে (১১) সঙ্গে নিয়ে আমাদের বসত বাড়ী হতে কাউকে কিছু না বলে বের হয়ে যায়।
পরবর্তীতে আমার স্ত্রী, আমার পুত্র সন্তানকে নিয়ে আমাদের বাড়ীতে কিংবা তার পিতার বাড়ীতেও যায় নাই। আমি খবর পেয়ে বাড়ীতে এসে আমার স্ত্রী ও সন্তানকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করিয়া কোথাও পাই নি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডি নং ৪০৩ তারিখ ৫/৯/২০২৪
ভুক্তভোগী কালাম শেখ তার স্ত্রী এবং পুত্রর সন্ধান দেবার জন্য সাংবাদিকদের মাধ্যমে সর্বস্তরের জনগণের নিকট আহ্বান জানান।
What's Your Reaction?