পাকতে শুরু করেছে বোরো ধান, কৃষকের চোখে সোনালি স্বপ্ন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 19, 2025 - 15:52
 0  6
পাকতে শুরু করেছে বোরো ধান, কৃষকের চোখে সোনালি স্বপ্ন

নওগাঁর আত্রাই উপজেলায় বোরো ধানের ক্ষেত এখন সোনালী রঙে রঙিন। দিগন্তজোড়া মাঠ জুড়ে দুলছে পাকা ধানের শীষ। আগাম জাতের ধান কাটা শুরুর অপেক্ষায়, আর কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান ঘরে তুলতে খোলান প্রস্তুতিতে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আত্রাইয়ের ৮টি ইউনিয়নে প্রায় ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ধাননির্ভর এই উপজেলায় বোরোই প্রধান ফসল। বিশেষ করে মানিয়ারী, বিশা, ভোঁপাড়া, হাটকালুপাড়া, শাহাগোলা ও পাঁচুপুর ইউনিয়ন বোরো ধান চাষে অগ্রগামী।

কৃষকরা জানিয়েছেন, শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এবারে ধান ক্ষেতগুলো হয়েছে নজরকাড়া। কিছু এলাকায় আগাম জাতের ধান ইতোমধ্যে পাকতে শুরু করেছে।

চৌথল গ্রামের কৃষক আলতাফ, নওদুলী গ্রামের শফি উদ্দিন ও বাঁকা গ্রামের মাসুম মৃধা জানান, এ অঞ্চলের প্রধান ফসল বোরো ধান। তাদের জমিতে সর্বাধিক আবাদ হয়েছে জিরা সাইল জাতের ধানের। পাশাপাশি কিছু জমিতে চাষ হয়েছে নতুন ব্রি-৮১ জাতের ধানও।

চক শিমলা গ্রামের কৃষক ভূট্র সরদার বলেন, “প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন কোনো বিপর্যয় না আসে।”

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, “বোরো মৌসুমের শুরু থেকেই কৃষকদের প্রতারিত হওয়া ঠেকাতে বীজ, সার ও সেচব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে যাতে কম খরচে অধিক ফলন নিশ্চিত করা যায়।”

তিনি আরও জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ফলে উপজেলার সর্বত্র এবার বোরো ধানের অবস্থান অত্যন্ত ভাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow