পাটের জিনোম আবিষ্কারকের প্রতি শ্রদ্ধায় ফরিদপুরে আলোচনা অনুষ্ঠান

পাটের জিনোম আবিষ্কারক প্রয়াত অধ্যাপক মাকসুদুল আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা বারোটায় শহরের কমলাপুরে অবস্থিত ময়েজ উদ্দিন জেলা সরকারি গণ-উন্নয়ন গ্রন্থাগারে এ সভার আয়োজন করা হয়।
গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. সাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আল-আমিন হাওলাদার।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. মো. মজিবর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর। তিনি অধ্যাপক মাকসুদুল আলমের পাট গবেষণার পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, পাটের জিনোম আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশের পাটশিল্পে বৈপ্লবিক পরিবর্তনের পথ সুগম হয়। অধ্যাপক মাকসুদুল আলম ছিলেন বিজ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
অনুষ্ঠানে ফরিদপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






