পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত
বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলোনা আপন দুই ভাইয়ের। মটরসাইকেল দুর্ঘটনায় তারা প্রাণ হারায়।
জানাযায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মোঃ নিজাম উদ্দীন মাতুব্বরের ২ পুত্র মিথুন মাতুব্বর ও অন্তর মাতুব্বর রোববার মটরসাইকেল যোগে নড়াইল যায় বোনের বাসায়। সেখানে একটি পাত্রী দেখে সোমবার খুব ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পাঁচ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী নামক এলাকায় পৌঁছালে মটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় বড় ভাই মিথুন মাতুব্বর ঘটনাস্থলেই মারা যান। এসময় ফজর নামাজের উদ্দেশ্য বের হওয়া মুসল্লীগন দ্রুত মিথুন ও অন্তরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন। এ খবর নিহতদের নোয়াকান্দা গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মানুষের আহাজারীতে আকাশ পাতাল ভারী হয়ে উঠে।
উল্লেখ্য যে, নিহত মিথুন মাতুব্বর দীর্ঘ দিন মালয়েশিয়া প্রবাসী ছিলো। সম্প্রতি সে বিয়ে করার উদ্দেশ্যে দেশে আসে।
আফরিন মোমো, নিউজ ডেস্ক, দৈনিক খোলাচোখ।
What's Your Reaction?